৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার ঈদে কেমন ফ্যাশনের পোশাক কিনবেন?

চলছে রমজান মাস। আর মাত্র কয়েকদিন পরেই ঈদের আনন্দে সবাই মেটে উঠবে। যদিও করোনাকাল, তারপরেও ঈদের আনন্দ থেমে থাকার নয়। ঈদের দিনটি সবার কাছেই খুশির ও আনন্দের।

এ দিনটি নিয়ে সবার মনেই থাকেই নানা রকম পরিকল্পনা। গতবারের মতো এবারও হয়তো ঘরে বসে সবাইকে ঈদ উদযাপন করতে হবে! তাতে কি? মহামারির মধ্যে পরিবার নিয়ে ঈদ উদযাপন করাটাই সবচেয়ে বড় প্রাপ্তি হতে পারে।

ঈদ মানেই নতুন নতুন জামা। অনেকেই হয়তো ঈদের পোশাক এরই মধ্যে কিনে ফেলেছেন আবার কেনার সিদ্ধান্তও নিচ্ছেন! তবে ঈদের পোশাক কেনার আগে জেনে নেওয়া দরকার, এবারের ঈদ ফ্যাশন ট্রেন্ডে কোন পোশাকগুলো প্রাধান্য পেয়েছে? জেনে নিন তবে-

মিডিয়াম কুর্তি

এখন যেহেতু গরম, তাই এ সময় লম্বায় মিডিয়াম ধাঁচের কুর্তি বা টপ বেছে নিতে পারেন। এবারের ফ্যাশন ট্রেন্ডে আছে মিডিয়াম কুর্তি, যাতে আছে ফ্রিঞ্জ ডিজাইন। এই ফ্রিঞ্জ ডিজাইন হলো এই জাতীয় টপের বৈশিষ্ট্য।

আরো দেখুন
error: Content is protected !!