৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় বজ্রপাতে কিশোরের মৃত্যু!

গাজী জাহাঙ্গীর আলম জাবির,
বুড়িচং প্রতিনিধি।।

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার লড়িবাগ গ্রামে বজ্রপাতে রিপন মিয়া (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে।

স্থানীয়রা জানান, জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের লড়িবাগ গ্রামের চারু মিয়ার ছেলে রিপন মিয়া বিকেলে বাড়ির পাশে মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান।

এ সময় বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে কিশোর রিপন মিয়া ঘটনাস্থলেই মারা যান। ১২ মে, (বৃহস্পতিবার) বিকাল ৫ টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় বাসিন্দা কুমিল্লা জজকোর্টের আইনজীবী মাহাবুবুর রহমান।

স্থানীয় বাসিন্দা ও লড়িবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জামসেদ আলম ভূঁইয়া জানান, বৃহস্পতিবার বিকেলে গরুর জন্য মাঠে ঘাস কাটতে যায় রিপন মিয়া।

তখন বজ্রপাতে সে মারা যায়। বজ্রপাতে তার মুখমন্ডল ঝলসে যায়। ঘটনাস্থল থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত ওসি মাকসুদ আলম জানান,এ বিষয়টি আমি শুনেছি আপনাদের মাধ্যমে, তবে ঘটনাস্থল আমাদের ফোর্স পাঠানো হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!