৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় পৃথক দুটি অভিযানে গাঁজাসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।।
পৃথক দুইটি অভিযানে র‍্যাব-১১, সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল ও চৌদ্দগ্রাম থানা এলাকা হতে ৪৪.৫ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ১৬ সেপ্টেম্বর ২০২২ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন নোয়াগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ১৫.৫ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার নোয়াগ্রাম গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে মোশারফ হোসেন (২৪)।

পৃথক অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ১৬ আগস্ট ২০২২ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কাশিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ২৯ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো: কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কালী কৃষ্ণনগর (পূর্ব পাড়া) গ্রামের লাখী মিয়া এর ছেলে মোঃ সুমন মিয়া (৩০)।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল ও চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো দেখুন
error: Content is protected !!