কুমিল্লায় রাতে ছাদ বেয়ে মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা ছাত্রের
নিজস্ব প্রতিনিধি
কুমিল্লা নগরীর রেইসকোর্স ৬তলা ভবনের ছাদ বেয়ে পালানোর সময় আটকে পড়া মাদ্রাসার ছাত্রকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
তথ্য গুলি নিশ্চিত করে কুমিল্লা জেলা ফায়ার সার্ভিস পদবী লিডার মোঃ বদিউজ্জামান জানান, বৃহস্পতিবার রাত ১ঃ৪৫ মিনিটে খবর শুনে ঘটনাস্থলে যাই। ধানমন্ডি এলাকা, রেইসকোর্স, কুমিল্লা। ৬ তলা ভবন। ভবনের ৫ তলায় জান্নাতুল মার্কাস মাদ্রাসা। আর সেই মাদ্রাসা থেকে ছাদের কাপড় শুকানোর দড়ি দিয়ে ছাদ থেকে নিচে নেমে পালানোর চেস্টা করে ২টি শিশু।
৩য় তলা পর্যন্ত নামার পর ব্যাপারটি বাসার মালিকের চোখে পরে এবং উনি গামছা দিয়ে একজনকে গ্রিলে বেধে ফায়ার সার্বিসকে খবর দেন।
আরেকটি শিশু দড়ি বেয়ে আবার ছাদে উঠে যায়। ফায়ার সার্ভিস এসে গ্রিল কেটে তাকে উদ্ধার করেন।
আপনার বাচ্চা মাদ্রাসায় পড়লে তার মনের অবস্থা জানার চেষ্টা করুন। মালিকের চোখে না পরলে হয়ত বাচ্চাটি এতক্ষনে পরে মারা যেত না হয় নিচে থাকা বৈদ্যুতিক তারে শক খেয়ে মারা যেত।