২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার চৌদ্দগ্রাম যুবককে কুপিয়ে গানের তালে উল্লাস : দুই আসামি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসায় বাধা দেয়ায় যুবককে কুপিয়ে আহতের পর রামদা হাতে নাচানাচি করা দুই যুবকের একজনসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২৮ মে) দুপুর ২টার দিকে র‌্যাব কুমিল্লা সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এতথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন চৌদ্দগ্রাম উপজেলার কোমরডোগা গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়া (২৩) এবং মামলার প্রধান আসামি একই এলাকার সিরাজ মিয়ার ছেলে শাহজালাল (৩২)।

অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ মে) মধ্যরাতে কোমরডোগা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে চৌদ্দগ্রাম থানায় তাদের হস্তান্তর করা হবে।

আরো দেখুন
error: Content is protected !!