২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার তিতাসে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল কাঠমিস্ত্রীর, আহত আরও ৪

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে বিদ্যুৎস্পর্শ হয়ে বাদল (৫০) নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় আরও ৪ জন আহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলা ভিটিকান্দি ইউনিয়নের হাইধনকান্দি গ্রামের শহিদ মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাদল মুরাদনগর উপজেলা মেলামচর গ্রামের ধনা সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, কাঠমিস্ত্রী বাদল তিতাস উপজেলা হাইধনকান্দি গ্রামের শহিদ মিয়ার বাড়িতে ঘর মেরামতের কাজ করছিলেন।

এ সময় বাদলসহ পাঁচজনে মিলে একটি টিনের বেড়া নাড়াচাড়া করার সময় বেড়ার টিনের সঙ্গে বিদ্যুতের তার পেঁচিয়ে টিনের বেড়ার সঙ্গে আটকে যায় এবং তার সঙ্গে থাকা আরও চারজন বৈদ্যুতিক শক খেয়ে অন্যত্র ছিটকে পড়ে যায়।

পরক্ষণেই সে মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবুল বাশার তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরো দেখুন
error: Content is protected !!