১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা শনাক্ত ১৫ জনের।

সৈয়দ বদরুদ্দোজা টিপু
গতকাল ২৯মে কুমিল্লা জেলায় নতুন করে আরও ১৫জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৫৪জন আজকের রিপোর্টে কোন মৃত্যু দেখানো হয়েনি। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৩২জনে দাঁড়ালো।

গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ১৪৯। সর্বমােট নমুনা প্রেরন: ৭৪,৬৫৮। গত ২৪ঘন্টায় রিপোর্ট‌ প্রাপ্তি: ২৪৮। সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৭৪,৫৪০। গত ২৪ঘন্টায় শনাক্ত: ১৫

সিটি- ০৮ বুড়িচং- ০১ চান্দিনা- ০২ নাঙ্গলকোট- ০৪ সর্বমােট শনাক্ত: ১২,৭৫৪। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ৬.০%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৩৫। সিটি- ৩০ আদর্শ সদর- ০২ চান্দিনা- ০৩। সর্বমােট সুস্থ: ১০,৪৫৩। গত ২৪ঘন্টায় মৃত: ০০। সর্বমােট মৃত: ৪৩২। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা: আজকের রিপোর্ট প্রাপ্তি: ৭৬। এদের মধ্যে নতুন সনাক্ত: ০০

আরো দেখুন
error: Content is protected !!