১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা শনাক্ত ৩৯ জনের। মৃত্যু ০১ জন

কুমিল্লা প্রতিনিধি
গতকাল ১৫জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও ৩৯জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১২৪জন।

আজকের রিপোর্টে ১জনের মৃত্যু দেখানো হয়েছে। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৫২জনে দাঁড়ালো।

গতকাল ১৫জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান, গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ৩২৯। সর্বমােট নমুনা প্রেরন: ৭৮,৮২৪। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ৩৫৯। সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৭৮,৪০৫। গত‌ ২৪ঘন্টায় শনাক্ত:৩৯

সিটি- ১৩ আদর্শ সদর- ০৬ সদর দক্ষিণ- ০২ বুড়িচং- ০১ চৌদ্দগ্রাম- ০২ দেবিদ্বার- ০৪ দাউদকান্দি- ০৩ লাকসাম- ০১ লালমাই- ০১ নাঙ্গলকোট- ০১ বরুড়া- ০১ মনোহরগঞ্জ- ০২ তিতাস- ০১ হোমনা- ০১

সর্বমােট শনাক্ত: ১৩,১২৪। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ১০.৯%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৪৫। সিটি- ২১ বুড়িচং- ১৭ দেবিদ্বার- ০৭। সর্বমােট সুস্থ: ১১,০৩৮। গত ২৪ঘন্টায় মৃত: ০১। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০১। উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা: দেবিদ্বার- ০১ (পুরুষ, ৬৭ বছর)

সর্বমােট মৃত: ৪৫২। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা: আজকের রিপোর্ট প্রাপ্তি: ১৩৩। এদের মধ্যে নতুন সনাক্ত: ০০

আরো দেখুন
error: Content is protected !!