২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা শনাক্ত ৬৪ জনের। মৃত্যু ০১

কুমিল্লা প্রতিনিধি
গতকাল ২১জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও ৬৪জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৭০জন। আজকের রিপোর্টে একজন মৃত্যু দেখানো হয়েছে। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৫৭জনে দাঁড়ালো।

গতকাল ২১জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান, গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ৪৩২। সর্বমােট নমুনা প্রেরন: ৮০,৬৫১। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ৩১৫। সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৭৯,৯৯০। গত ২৪ঘন্টায় শনাক্ত: ৬৪।

সিটি- ৩৩ আদর্শ সদর- ০৫ সদর দক্ষিণ- ০৬ বুড়িচং- ০১ চান্দিনা- ০৩ চৌদ্দগ্রাম- ০২ দাউদকান্দি- ০১ লাকসাম- ০৪ নাঙ্গলকোট- ০২ বরুড়া- ০২ মনোহরগঞ্জ- ০২ মুরাদনগর- ০১ তিতাস- ০১ হোমনা- ০১। সর্বমােট শনাক্ত: ১৩,৩৭০

গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ২০.৩%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৩৭। সিটি- ৩৫ নাঙ্গলকোট- ০২। সর্বমােট সুস্থ: ১১,২৭২।গত ২৪ঘন্টায় মৃত: ০১। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০১।

উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা: নাঙ্গলকোট- ০১ (পুরুষ, ৫৯ বছর)। সর্বমােট মৃত: ৪৫৭ বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা: আজকের রিপোর্ট প্রাপ্তি: ১১৭। এদের মধ্যে নতুন সনাক্ত: ০৪

আরো দেখুন
error: Content is protected !!