১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় সাইফুল আলম রনি’র উদ্যেগে এক হাজার অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি
কুমিল্লায় ঈদের আনন্দ ভাগাভাগি করতে এক হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। আজ মঙ্গলবার বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি এর ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু হয়।

ঈদ সামগ্রীর মধ্যে ছিলো পোলার চাল, তেল, আলু, লবন, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি ও মুরগী কেনার জন্য নগদ ১৫০ টাকা। একটি ব্যাগে মোড়ক করে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার পেয়ে সকলে খুশি। কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি ও বিসিবির কাউন্সিলর সাইফুল আলম রনি বলেন, আমি প্রতিবছরের ন্যায় ঈদে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমার ব্যক্তিগত তহবিল থেকে অসহায় ও নিম্ন আয়ের এক হাজার পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ঈদ উপহার হিসেবে বিতরণ করেছি।

আরো দেখুন
error: Content is protected !!