২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা ছত্রখীল ফাঁড়ী পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় ঔষধ ও গাঁজা উদ্ধার

মোঃ জহিরুল হক বাবু।।

কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ছত্রখীল ফাঁড়ী পুলিশ শনিবার রাতে আদর্শ সদর উপজেলার মুতিনগর এলাকায় অভিযান চালিয়ে ৫১ হাজার ২ শতক ৫০ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ও ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে।

পুশিল জানায়, কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আপারেশন ইন্সপেক্টর রাজিব চক্রবর্তীর নেতৃত্বে ছত্রখীল পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই মফিজুল ইসলাম, এস আই শরিফুর রহমান সঙ্গীয় ফোর্সসহ আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের মুতিনগর এলাকায় আক্তার হোসেনের বাড়ীতে শনিবার রাত সাড়ে ৮ টায় অভিযান চালায়।

এসময় আক্তার হোসেনের রান্না ঘরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫১ হাজার ২ শতক ৫০ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ও ১৮ কেজি গাঁজা উদ্ধার করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আক্তার হোসেন (৩৫) পালিয়ে যায়। আক্তার হোসেন ওই এলাকার মনজিল মিয়ার ছেলে।

এ ঘনটায় পুলিশ আক্তার হোসেনকে আসামী করে কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।

পুলিশ জানায়, অভিযুক্ত আক্তার হোসেনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সম্প্রতি তাঁর বাড়ী থেকে গাঁজা উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের অভিযান চালাচ্ছে পুলিশ।

আরো দেখুন
error: Content is protected !!