২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা ছুরিকাঘাতে সিং-সাং সু কোম্পানীর কর্মকর্তা খুন

মাহফুজ নান্টু, কুমিল্লা।।
দূর্বৃত্তের ছুরিকাঘাতে কুমিল্লা ইপিজেডের সিং- সাং সু কোম্পানির এইচ আর অফিসার খায়রুল বাশার খুন হয়। শুক্রবার সাড়ে ৪ টায় কুমিল্লা ইপিজেডের সামনে এ ঘটনা ঘটে।

হাবিবুল বাশারের সহকর্মী নাজমুল হাসান জানান, বিকেল সাড়ে ৪ টায় খায়রুল বাশার অফিস থেকে বাড়ী ফেরার পথে ইপিজেডের সামনেই কতিপয় দূর্বৃত্ত তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। এ সময় স্থানীয়রা আহত খায়রুল বাশারকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত খায়রুল বাশার কুমিল্লা সদর দক্ষিন উপজেলার মনোহরপুর এলাকার আবদুল মোমেনের ছেলে। খায়রুল বছর খানেক আগে বিয়ে করেন। তার স্ত্রী গর্ভবতী।

কুমিল্লা সদর দক্ষিন থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হই। আমরা জানতে পারছি ওই কোম্পানী থেকে চাকরীচ্যুত করার অভিযোগ এনে কতিপয় যুবক খায়রুল বাশারকে কুপিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে মেডিকেলে প্রেরণ করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেলে আছে। আমরা আসামী আটক করতে অভিযান পরিচালনা করছি। এ বিষয়ে বিস্তারিত পরে বলতে পারবো।

আরো দেখুন
error: Content is protected !!