কুমিল্লা মুরাদনগরে মৃত্যুর ৯ মাস পর কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগর উপজেলার দক্ষিন ত্রিশ গ্রামে মৃত্যূর ৯ মাস পর কবর থেকে তোলা হয়েছে গৃহবধূ শাহিনুর (২৮) এর লাশ।
রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় মুরাদনগর থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম ও মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি(নির্বাহী ম্যাজিষ্টেট) সুমাইয়া মমিনের উপস্থিতিতে কবর থেকে লাশ তুলে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়।গত ৯ মাস আগে মুরাদনগর উপজেলার দক্ষিণ ত্রিশ গ্রামে গভীর রাতে কিস্তির টাকার জের ধরে স্ত্রী শাহিনা আক্তারকে (২৮) খুন করার অভিযোগ উঠে দক্ষিণ ত্রিশ গ্রামের মতিন মিয়ার ছেলে শাহিনা আক্তারের স্বামী এনামুল মিয়া(৩২) এর বিরুদ্ধে।
স্থানীয়রা জানায়, লাশ দাফনের সময় নিহতের গলায় ও শরীরের একাধিক স্থানে কালো দাগঁ দেখা গেছে। তারই ভিত্তি করে পরিবারের পক্ষ থেকে নিহতের ভাই মামুন মিয়া বাদী হয়ে নিহতের স্বামী এনামুলকে প্রধাণ আসামী করে কুমিল্লা জেলা নারী শিশু দমন ট্রাইবুনালে মামলা দায়ের করা হয়৷
নিহত শাহিনুরের ভাই মামুন মিয়া বলেন, আমি আমার বোনের হত্যার বিচার চাই৷ গভীর রাতে আমার বোনকে তার স্বামী এনামুল পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে৷ মামলা হওয়ার ৯ মাস অতিক্রম হলেও মামলার এজাহারে বর্ণিত প্রধান আসামী এনামুল ও তার সহযোগিরা ধরা ছোয়ার বাইরে রয়েছে৷