২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চান্দিনায় এএসপি জুয়েল রানার নেতৃত্বে অবৈধ ড্রেজার উচ্ছেদ

নিউজ ডেস্ক
কুমিল্লার চান্দিনায় সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি-চান্দিনা সার্কেল)জোবায়ের জুয়েল রানার নেত‍ৃত্বে চান্দিনা থানা পুলিশ আইন অমান‍্য করে অবৈধভাবে মাটি কাটার সময় ড্রেজার মেশিন উচ্ছেদ করে এলাকাবাসীর সহায়তায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

সোমবার (২৪ মে) উপজেলার কেরণখাল ইউনিয়নের তেঘড়িয়া গ্রামে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযোগ রয়েছে প্রভাবশালী মিজান নামে এক ব‍্যক্তি দীর্ঘদিন যাবত অবৈধ ড্রেজার মেশিন দিয়ে আইন অমান‍্য করে সরকারী খাল ও জমি দখল করে ড্রেজার মেশিনে মাটি কেটে চলেছে। এতে পাকা রাস্তা ও ঘর-বাড়ির ধ্বসে পড়ার আশংকা দেখা দিয়েছে। এ নিয়ে ক্ষোভ ছিল এলাকাবাসীর মধ‍্যে।

খবর পেয়ে এএসপি জুয়েল রানার নেতৃত্বে অভিযান চালায় চান্দিনা থানা পুলিশ। এ সময় উদ্ধারকৃত ড্রেজার মেশিনগুলো এলাকাবাসীর সহযোগিতায় পুড়িয়ে দেওয়া হয়।
ড্রেজার উচ্ছেদ ঘটনায় পুলিশকে ধন‍্যবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষ।

আরো দেখুন
error: Content is protected !!