ঢাকায় ফিরলেন জেমির ‘ডান হাত’
ঢাকায় পৌঁছে স্বাস্থ্যবিধি অনুযায়ী পাঁচ দিনের কোয়ারেন্টিন পর্ব পালন করতে হবে এই ইংলিশ কোচকে। এরপর জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি।
কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই সামনে রেখে ঢাকায় ফিরেছেন জাতীয় ফুটবল দলের সহকারী কোচ স্টুয়ার্ট পল ওয়াটকিস।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের ফ্লাইটযোগে রাত ১১.৩০ টায় লন্ডন থেকে ঢাকায় পৌঁছান কোচ স্টুয়ার্ট ওয়াটকিস।
ঢাকায় পৌঁছে স্বাস্থ্যবিধি অনুযায়ী পাঁচ দিনের কোয়ারেন্টিন পর্ব পালন করতে হবে এই ইংলিশ কোচকে। এরপর জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি।
ঢাকায় পৌঁছে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ঢাকায় পৌঁছাতে পেরে আমি আনন্দিত। জাতীয় ফুটবল দলকে নিয়ে কাজ করতে উন্মুখ হয়ে আছি। কোয়ারেন্টিন পর্ব শেষে প্রধান কোচ জেমি ডেসহ সবাইকে নিয়ে কাজ করতে উদগ্রীব হয়ে আছি। আশা করছি সবই ঠিকমতো হবে।’
এর আগে গত ১০ মে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে ও গোলকিপার প্রশিক্ষক লেস ক্লেভলি। এখন পাঁচ দিনের কোয়ারেন্টিন পর্ব পালন করছেন দুই ইংলিশ কোচ।
১৬ মে চার দিনের ছুটি শেষে ক্যাম্পে যোগ দেবেন ফুটবলাররা। ১৭ মে থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন।