২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে ৪ কোটি টাকা উধাও

নিউজ ডেস্ক
রাজধানীর বংশালে ঢাকা ব্যাংকের শাখার ভোল্ট থেকে চার কোটি টাকা উধাও হয়েছে বলে জানা গেছে। ক্যাশ ইনচার্জসহ এ ঘটনায় ওই শাখারই দুই কর্মকর্তাকে পুলিশ হেফাজতে দিয়েছে।

শুক্রবার (১৮ জুন) সকালে বংশাল থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। চার কোটি টাকা উধাও হয়েছে ধারণা করা হচ্ছে বলে জানান। আর তিনি কিছু বলতে পারেননি।

যে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তারা হলেন- রিফাত ও ইমরান। বৃহস্পতিবার রাতেই টাকা উধাওয়ের বিষয়টি বুঝতে পেরে রাতেই ওই দুজনকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাসুম বিল্লাহ। এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি।

আরো দেখুন
error: Content is protected !!