৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বন্যায় আসাম-মেঘালয়ে ৩১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক।।
ব্রহ্মপুত্র ও গৌরাঙ্গ নদীর পানি অনেক এলাকায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ভারতের আসাম এবং মেঘালয়ে বন্যা ভূমিধসে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। গত দুদিনে এ প্রাণহানির ঘটনা ঘটে। পানিবন্দি ওই অঞ্চলের ৩ হাজার ১০০টির বেশি গ্রামের অন্তত ১৯ লাখ মানুষ।

সবচেয়ে বেশি বন্যা কবলের পড়েছে নতুন গঠন করা বাজালি জেলা। ব্রহ্মপুত্র এবং গৌরঙ্গা নদীর পানি অনেক জায়গাতে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আসামে শুক্রবার সাতজন মারা গেছেন। এ নিয়ে গত তিন দিনে রাজ্যটিতে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা দাঁড়াল ১৫ জনে।

অন্যদিকে মেঘালয় রাজ্যে শুক্রবার চারজন মারা গেছেন। এদের মধ্যে তিনজন বাঘমারায় ও একজন সিজুতে। রাজ্যটিতে গত দুদিনে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে রাজ্যের গণমাধ্যমে তথ্য এসেছে।

মেঘালয় মহাসড়কের কিছু অংশ ধসে পড়ার পরে ন্যশনাল হাইওয়ে ৬-এ ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই সড়কটি ত্রিপুরা, দক্ষিণ আসাম, মিজোরাম এবং মেঘালয়ের কিছু অংশের লাইফলাইন হিসেবে পরিচিত।

মেঘালয়ের চেরাপুঞ্জিতে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ৯৭২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা ১৯৯৫ সালের জুন মাসের পর সর্বোচ্চ এবং ১২২ বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ।

আরো দেখুন
error: Content is protected !!