[gtranslate]
১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদে আজান দিতে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

অনলাইন ডেস্ক।।
সাতক্ষীরার কালিগঞ্জে মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বরকত উল্লাহ গাজী (৭৫) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার তারালী ইউনিয়নের রহিমপুর (পাচুলিয়া) গ্রামের মৃত মাদার গাইনের ছেলে।

স্থানীয়রা জানান, বরকত উল্লাহ উপজেলার তারালী ইউনিয়নের রহিমপুর পাঞ্জেগানা মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বরকত উল্লাহ মসজিদে আজান দিতে যান। ওই সময়ে মাইকের তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!