২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মোবাইলে ইন্টারনেটের স্পিড বাড়ানোর ৫ উপায়

বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ডেস্ক:
অনেক সময়েই দ্রুত গতির ইন্টারনেট থাকলেও মোবাইলে আমরা ইন্টারনেটের ভালো স্পিড পাইনা। কিছু ছোট বিষয়ে খেয়াল রাখলে আমাদের মোবাইলের ইন্টারনেটের গতি বাড়তে পারে। আসুন জেনে নেই সেইসব উপায়।

১. মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলি আনইনস্টল করুন।

২. মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করুন। স্টোরেজ বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিডও বাড়বে।

৩. মোবাইলের ‘ক্যাশড ডাটা’ ক্লিয়ার করুন। কারণ এগুলি শুধু মোবাইলের জায়গাই নষ্ট করে না বরং আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়।

৪. আপনার এসডি কার্ড এর দিকেও খেয়াল রাখুন। পারলে হাইস্পিড এসডি কার্ড ব্যবহার করুন। আপনি যদি স্লো এসডি কার্ড ব্যবহার করেন তাহলে তা আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও স্লো করে দেবে।

৫. সবশেষে আপনি আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। যা আপনার মোবাইলের স্পিডকে বাড়াবে।

আরো দেখুন
error: Content is protected !!