২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী দু একদিনের মধ্যে শনাক্তের সংখ্যাটা হাজার ছাড়িয়ে যাবে: কুমিল্লায় করোনায় শনাক্ত ৮০৬ মৃত্যু ৯ জনের।

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৮০৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৫ দশমিক ৬ শতাংশ। একই সময়ে করোনায় প্রাণ গেছে আরও ৯ জনের। এনিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৭২৯ জনে।

শনিবার (১লা আগস্ট ) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লার সিটি কর্পোরেশন ৩ জন এবং মনোহরগন্জ দুইজন মারা গেছেন। এছাড়া ব্রাহ্মণপাড়ায়, চান্দিনায়,বরুড়া ও নাঙ্গলকোটে উপজেলায় একজন করে মারা গেছেন। এদের মধ্যে চারজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়,(৩১ জুলাই) বিকেল থেকে রবিবার ১লা আগস্ট বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ২ হাজার ২৬৪টি নমুনা পরীক্ষায় ৮০৬ জনের করোনা শনাক্ত হয়। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১৬৪ জনে।আক্রান্তের হার ৩৫ দশমিক ৬ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ১৬৮ জন, আদর্শ সদরে ১৪ জন, সদর দক্ষিণের ১৬ জন, বুড়িচংয়ে ৫৬ জন, ব্রাহ্মণপাড়ায় ৩৬ জন, চান্দিনায় ১৩ জন, চৌদ্দগ্রামে ১৪জন, দেবিদ্বারে ৪৮ জন, দাউদকান্দিতে ৭৮ জন, লাকসামে ৬৪ জন,মনোহরগন্জ ৩৬ জন, লালমাইতে ১৩জন, নাঙ্গলকোটে ৬২ জন, বরুড়ায় ৭০ জন, মুরাদনগরে ৭০ জন, মেঘনায় ২৯ জন,হোমনা ২০জন, তিতাসে উপজেলার ০৯ জন রয়েছেন।

এদিকে, জেলায় নতুন করে সুস্থ হয়েছেন আরও ৩২৩ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১৬ হাজার ৫৯১ জন।

আরো দেখুন
error: Content is protected !!