২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার মুরাদনগরে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার বাঙ্গরাবাজার এলাকার টনকী ইউনিয়নের পশ্চিম পাড়া বড়বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ১৬ বছর বয়সী মুজাহিদ হোসেন স্থানীয় স্কুলে দশম শ্রেণিতে পড়ালেখা করত। তার বাবা ইব্রাহিম মিয়া প্রবাসে থাকেন।

এলাকাবাসী ও মৃতের স্বজনরা জানান, শনিবার বড় ছেলে মুজাহিদকে বাসায় রেখে তার মা ছোট ছেলেমেয়েকে নিয়ে তার ভাইয়ের বাড়ি বেড়াতে যান। রাতে হঠাৎ তাদের ঘরে আগুন দেখা যায়।

তখন পাশের ঘর থেকে লোকজন আগুন দেখে চিৎকার শুরু করে। একপর্যায়ে এলাকাবাসী এগিয়ে আসে। ফায়ার সার্ভিসকেও খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর আগেই ঘরের মধ্যে একা ঘুমিয়ে থাকা মুজাহিদ দগ্ধ হয়ে মারা যায়। ঘর পুড়ে ছাই হয়ে যায়।

মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নুরুল হুদা নয়ন বলেন, আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। একটু দেরি হলে পাশের ঘরগুলোও পুড়ে যেত।

এ সময় আগুনের ধ্বংসাবশেষ থেকে একটি মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, খবর পেয়ে আমি ও বাঙ্গরাবাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা প্রশাসকের নির্দেশনায় মরদেহের দাফন সম্পন্ন করতে পরিবারকে ২৫ হাজার টাকা দেয়া হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!