[gtranslate]
২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লার সদর দক্ষিণে ফেন্সিডিলসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার সদর দক্ষিণে ৮৮ বোতল ফেন্সিডিলসহ মোঃ বাঁধন আলী (২৩) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১১ আগস্ট দুপুরে সদর দক্ষিণ উপজেলার সুবর্ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সে রাজশাহী জেলার তানোর থানার মন্ড মালা (উত্তর পাড়া) গ্রামের মোঃ রুবেল আলীর ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

১২ আগস্ট দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আসামীর বিরুদ্ধে পূর্বে মাদকের মামলা রয়েছে।

তার নিজ জেলা রাজশাহী হলেও সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকায় বসবাস করে রাজমিস্ত্রির কাজের আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!