কুমিল্লায় করোনা গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৭। মৃত্যু ০১জনের।
নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬দশমিক ৩%।
এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ০১ জন।জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৪ টা ৪০ মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ৮সেপ্টেম্বর বিকেল থেকে ৯ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৮৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
শনাক্তদের মধ্যে ১৬জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আর্দশ সদর ৩ জন,সদর দক্ষিণ ১ জন, বুড়িচংয়ের ১জন,চৌদ্দগ্রামের ২ জন,বরুড়ার ৫ জন,লাকসামের ৫ জন,লাঙ্গলকোট ৩ জন,ব্রাক্ষণপাড়া উপজেলার ২ জন।
যারা মারা গেছেন তাদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন একজন রয়েছে। মৃতদের মধ্যে একজন পুরুষ রয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৩৮ হাজার ৫৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯২৮ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮৭ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ৩৩ হাজার ২৭৭ হয়েছে।
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। পাশাপাশি শতভাগ টিকা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।