২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা শনাক্ত ১৫৫ জনের। মৃত্যু ২

✒️ মহানগর ডেস্ক
গতকাল ২৯জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও ১৫৫জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৮০জন। আজকের রিপোর্টে দুইজন মৃত্যু দেখানো হয়েছে। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৭৫জনে দাঁড়ালো।

গতকাল ২৯জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান, গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ৫৬৮। সর্বমােট নমুনা প্রেরন: ৮৪,৫৬৭। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ৫৫৪ ।সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৮৩,৩৮২। গত ২৪ঘন্টায় শনাক্ত: ১৫৫।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি- ৬৬ আদর্শ সদর- ১২ সদর দক্ষিণ- ০১ বুড়িচং- ০৩ চান্দিনা- ০৭ চৌদ্দগ্রাম- ০৪ দেবিদ্বার- ০৮ দাউদকান্দি- ০৮ লাকসাম- ০৬ লালমাই- ০৩ নাঙ্গলকোট- ১৬ বরুড়া- ০৭ মনোহরগঞ্জ- ০৬ মুরাদনগর- ০৭ তিতাস- ০১

সর্বমােট শনাক্ত: ১৪,১৮০। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ২৮%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৫০ সিটি- ৩৭ চান্দিনা- ০২ দেবিদ্বার- ১১ সর্বমােট সুস্থ: ১১,৭০০। গত ২৪ঘন্টায় মৃত: ০২। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০২। উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা: দেবিদ্বার- ০১ (পুরুষ, ৬৫ বছর) লালমাই- ০১ (মহিলা, ৭০ বছর)। সর্বমােট মৃত: ৪৭৫।

বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা: আজকের রিপোর্ট প্রাপ্তি: ১২২। এদের মধ্যে নতুন সনাক্ত: ০৮

আরো দেখুন
error: Content is protected !!