২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা শনাক্ত ১৭৫ জনের। মৃত্যু ৩

কুমিল্লা প্রতিনিধি
গতকাল ২৮জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও ১৭৬জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪হাজার ০২৫জন। আজকের রিপোর্টে তিনজন মৃত্যু দেখানো হয়েছে। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৭২জনে দাঁড়ালো।

গতকাল ২৮জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান, গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ৬৬৭। সর্বমােট নমুনা প্রেরন: ৮৩,৯৯৯। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ৫২৮। সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৮২,৮২৮। গত ২৪ঘন্টায় শনাক্ত: ১৭৫।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার সিটি- ১০৩ আদর্শ সদর- ০৯ সদর দক্ষিণ- ০৩ বুড়িচং- ০৪ ব্রাহ্মণপাড়া- ০৫ চান্দিনা- ০৬ চৌদ্দগ্রাম- ০৫ দেবিদ্বার- ১১ দাউদকান্দি- ০৫ লাকসাম- ০৩ লালমাই- ০১ নাঙ্গলকোট- ০১ বরুড়া- ১০ মনোহরগঞ্জ- ০২ মুরাদনগর- ০১ তিতাস- ০২ হোমনা- ০৪

সর্বমােট শনাক্ত: ১৪,০২৫। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ৩৩.১%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৪০। সিটি- ৩৪ চান্দিনা- ০২ সদর দক্ষিণ- ০৪। সর্বমােট সুস্থ: ১১,৬৫০

গত ২৪ঘন্টায় মৃত: ০৩। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০২। উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা: আদর্শ সদর- ০১ (পুরুষ, ৭৬ বছর) চৌদ্দগ্রাম- ০১ (মহিলা, ৬৫ বছর) বরুড়া- ০১ (পুরুষ, ৭০ বছর)

সর্বমােট মৃত: ৪৭৩। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা: আজকের রিপোর্ট প্রাপ্তি: ১৬২। এদের মধ্যে নতুন সনাক্ত: ০২

আরো দেখুন
error: Content is protected !!