২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেল ২২০জন দিনমজুর

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে কাজের অভাবে মানবতার জীবন যাপন করা ২২০ জন দিনমজুর এবং শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২ আগস্ট) সকালে নগরীর কান্দিরপাড়ে টুকরি-কোদাল নিয়ে আসা দিনমজুরদের কুমিল্লা টাউনহল চত্বরে প্রধানমন্ত্রীর উপহার (ত্রাণসামগ্রী) বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শাহাদাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর মো জিয়াউর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আনজুম সোহানীয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ১১ কেজি খাদ্য সামগ্রী প্যাকেট তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রতি প্যাকেটে ছিল ৬ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবন। জেলা প্রশাসনের পক্ষ থেকে গত জুলাই থেকে কুমিল্লায় অসহায় মানুষের মাঝে প্রায় ৫৫০০ প্যাকেট বিতরণ করা হয়েছে। এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো দেখুন
error: Content is protected !!