২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা সালিসি বৈঠকে নিজের জমি বুঝে পেল অসহায় পরিবার

তৌহিদ খন্দকার তপু,
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় সালিসি বৈঠকের মাধ্যমে ৩০ বছর পর নিজের জমি ফিরে পেলো অসহায় পরিবার। কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশনের উদ্যোগে এই বৈঠকে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাবেক জেলা ও দায়রা জজ ডি. এম. সরকার, সহকারি পরিচালক মোহাম্মদ লোকমান, আইন উপদেষ্টা ড. মুখলেছুর রহমান, সহকারি জেলা প্রধান আশিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আইন সহায়তা কেন্দ্রের প্রাধান উপদেষ্টা সাবেক জেলা ও দায়রা জজ ডি. এম. সরকার জানায়, অভিযোগকারী রাজামেহার গ্রামের সুন্দর আলীর ছেলে আব্দুল বারেক ও বাদী একই গ্রামের আলী মিয়ার ছেলে জয়নাল আবেদীনের সাথে প্রায় ৩ একর জমি নিয়ে ৩০ বছর ধরে মামলা চলে আসছে।

এরই ধারাবাহিকতায় এই সালিসি বৈঠকে বিবাদী কোন প্রকার যুক্তি না দিতে পারায় বিচারক এলাকাবাসীর সম্মতিতে আব্দুল বারেকের পক্ষে রায় দেয় এবং জমি ভোগ দখলের নির্দেশ প্রদান করে।

আরো দেখুন
error: Content is protected !!