৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছেলে সড়কে নিথর, বাবা হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পিএসআই বজলুল হক জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে চট্টগ্রামমুখী একটি পণ্যবাহী ট্রাক পেছন থেকে জোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার মারা যায়।

কুমিল্লার চান্দিনায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালক।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ছয়ঘরিয়া এলাকায় শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইস্রাফিল সাতক্ষীরা সদরের ভবেরকান্দা এলাকার মশিউর রহমানের ছেলে। এ ঘটনায় আহত মশিউর।

স্থানয়ীদের বরাত দিয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পিএসআই বজলুল হক জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে চট্টগ্রামমুখী একটি পণ্যবাহী ট্রাক পেছন থেকে জোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার মারা যায়।

ফায়ার সার্ভিসের একটি দল আহত চালককে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা আশংকাজনক হলে ঢাকায় পাঠানো হয় চালক মশিউরকে।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার অনয় কুমার ঘোষ বলেন, ‘আমরা হতাহত দুজনকে উদ্ধার করেছি। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করি।’

ওসি জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটিকে ফাঁড়িতে আনা হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!