২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢালিউডের লাস্যময়ী চিত্রনায়িকা পরীমনি, বেগুনী-সাদায় অন্য এক পরীমনি

সব শঙ্কা কাটিয়ে কাজে ফিরেছেন। সম্প্রতি অংশ নিয়েছেন ইফতেখার শুভ পরিচালিত ‘মুখোশ’ সিনেমার ডাবিংয়ে।

স্বাভাবিক জীবনে ফিরছেন পরীমনি। ব্যস্ত হয়ে উঠছেন কাজগুলো নিয়ে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব হচ্ছেন তিনি।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন এ লাস্যময়ী। ছবিতে সাদা ব্লাউজের সঙ্গে বেগুনী শাড়িতে দেখা গেছে পরীমনিকে। এর সঙ্গে মিলিয়ে হাতে চুড়ি, কানে দুল আর ঠোঁটে লিপস্টিক লাগিয়েছেন।

ছবির ক্যাপশনে আমেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়াড়ের একটি উক্তি শেয়ার করেছেন। তার সঙ্গে জুড়ে দিয়েছেন বেগুনী আর সাদা রঙের ভালোবাসার ইমোজি। পরীমনি লিখেছেন, ‘আপনি যদি একটি বিবৃতি দিতে চান তাহলে বেগুনী পরিধান করুন।’

বেগুনী রঙ মূলত আরাম, শান্তি, শক্তি ইত্যাদি ভাব প্রকাশ করে। অন্যদিকে, সাদা রঙকে বলা হয় পূর্ণতা, শুদ্ধতা ও শান্তির প্রতীক।

বেগুনী-সাদা জড়িয়ে হয়ত শান্তির বিবৃতিই দেওয়ার চেষ্টা করেছেন হালের এ সুন্দরী! যদিও পোস্টের কমেন্টস অপশন লিমিটেড করে রেখেছেন পরীমনি। বোঝাই যাচ্ছে, দুষ্টু নেটিজেনদের আক্রমণ থেকে বাঁচতে এ কাজ করেছেন তিনি।

গত মঙ্গল ও বুধবার ‘মুখোশ’ সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছেন পরীমনি। ডাবিংয়ে পরীমনি কেমন ছিলেন? উত্তরে নির্মাতা শুভ বলেন, ‘খুব স্বাভাবিক ছিল। আগে প্রাণবন্ত, প্রাণচঞ্চল ছিল। সবার সঙ্গে চিরচেনা রূপেই ছিলেন।’

এদিকে রাশিদ পলাশের পরিচালনায় ‘প্রীতিলতা’ সিনেমায় অভিনয় করছেন পরীমনি। শিগগিরই এ সিনেমার বাকি অংশের চিত্রায়ণ শুরু হবে। রাশিদ পলাশ জানান, সামনে পরীমনির জন্মদিন। জন্মদিনের পর তাকে নিয়ে শুটিং সেটে চলে যাবে ইউনিট।

রাশিদ পলাশ বলেন, ‘পরীমনির মানসিক অবস্থা এখন আগের থেকে অনেকটাই ভালো। তারপরও নার্সিং করতে হচ্ছে। তবে আমাদের বিশ্বাস, সব কাটিয়ে উঠতে পারব। আমরা টানা শুটিং করার পরিকল্পনা করেছি। ২০ দিন টানা চট্টগ্রামে শুটিং হবে। তারপর আবার ঢাকায় কাজ হবে।’

আরো দেখুন
error: Content is protected !!