[gtranslate]
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সৈকতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক।।
চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টা পর মেহেদী হাসান (১৬) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্থানীয় বোটচালক ও জেলেরা সৈকতসংলগ্ন খালের পশ্চিমে মাটির সঙ্গে আটকাপড়া অবস্থায় দেখতে পেয়ে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।

নিহত মেহেদী হাসান কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর গ্রামের ওমর ফারুকের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, বুধবার ১৪ জনের একটি দল গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে যায়। দুপুরে তারা গোসল করতে নামে সমুদ্রে। এ সময় ঢেউয়ে মেহেদী তলিয়ে যায়।

কুমিল্লা জেলা গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো দেখুন
error: Content is protected !!