২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে হাতকড়াসহ পালানো আসামি ২৩ ঘণ্টা পর আটক

অনলাইন ডেস্ক।।
চাঁদপুরে রেলের ফিসপ্লেট চুরি মামলার আসামি হাতকড়া নিয়ে পালানোর ২৩ ঘণ্টা পর ফের আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় চাঁদপুর শহরের তালতলা এলাকা থেকে মোহন গাজী নামে পালিয়ে যাওয়া এই আসামিকে আটক করা হয়। তার বাসা শহরের কাঁচ্চা কলোনি এলাকায়।

গত ১২ সেপ্টেম্বর বড়স্টেশন থেকে বেশ কয়েকটি ফিসপ্লেট চুরি করে মোহন গাজী ও মনির গাজী নামে দুই আসামি। পরে তারা চুরি করা ফিসপ্লেট দুটো পুরনো লোহার কেনাকাটার দোকানে বিক্রি করে দেয়।

ঘটনাটি জানাজানি হলে রেলওয়ে নিরাপত্তা বাহিনী বাদী হয়ে চাঁদপুর রেল থানায় মামলা করে। এরপরই এক সপ্তাহের মাথায় শনিবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় কয়েকজন যুবক চাঁদপুর রেলওয়ে কাঁচা কলোনি এলাকার জলিল গাজীর ছেলে মনির হোসেন গাজী (৩০) ও মৃত রতন গাজীর ছেলে মোহন গাজীকে (৩২) আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করে।

তাদের দেয়া তথ্যানুযায়ী নিরাপত্তা বাহিনীর সদস্যের রেলওয়ের লোকজন নতুনবাজারের লোহা ব্যবসায়ী মুকবুলের লোহার দোকান থেকে ১০টি ফিসপ্লেট উদ্ধার করেন।

তবে রোববার রাত নয়টায় শহরের বড়স্টেশন এলাকা থেকে এই চুরির মামলায় অভিযুক্ত দুই আসামির মধ্যে হাতকড়াসহ পালিয়ে যায় মোহন গাজী।

তারপর সোমবার দিনভর বিভিন্নস্থানে তাকে আটকের জন্য অভিযান চালানো হয়। সোমবার সন্ধ্যা ৭টায় তাকে আটকের পর রাতেই চাঁদপুর রেলওয়ে থানায় সোপর্দ করেছে, রেলওয়ে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় মোহন গাজীর বিরুদ্ধে নতুন করে পৃথক আরেকটি মামলা হয়েছে।

চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার পালিয়ে যাওয়া আসামি মোহন গাজীকে পুনরায় আটক করার সংবাদ নিশ্চিত করেছেন।

আরো দেখুন
error: Content is protected !!