৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা সিটি নির্বাচনে প্রতীক পেলেন মেয়র প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন।

আওয়ামী লীগের পক্ষে আরফানুল হক রিফাত দলীয় প্রতীক নৌকা পেয়েছেন, স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু (বিএনপি) পেয়েছেন টেবিল ঘড়ি প্রতীক।

এ ছাড়া মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার (বিএনপি) ঘোড়া, কামরুল আহসান বাবুল হরিণ এবং ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম হাতপাখা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয় প্রতীক বরাদ্দ।

রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নাবী চৌধুরী বলেন, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী জেলা শিল্পকলা একাডেমিতে প্রতীক বরাদ্দ শুরু হয়। মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে।

প্রতীক বরাদ্দ নিয়ে সকাল থেকেই পুরো শিল্পকলা একাডেমিতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে। প্রার্থীদের সঙ্গে নিয়ম অনুযায়ী ৫ জন করে কর্মী সমর্থকরা আসছেন বরাদ্দ পেতে।

আরো দেখুন
error: Content is protected !!