[gtranslate]
২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা র‌্যাবের অভিযানে নগরীর বজ্রপুর থেকে মাদকসহ যুবক আটক

মহানগর ডেস্ক।।
কুমিল্লা নগরীতে গোপন সংবাদের ভিত্তিতে স্কাফ সিরাপসহ (ফেন্সিডিল জাতীয় মাদক) মোঃ রিয়াদ হোসেন (২৫) নামে এক মাদক পাচারকারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

রবিবার বিকালে কুমিল্লা নগরীর বজ্রপুর এলাকা থেকে ৫০ বোতল স্কাফ সিরাপসহ তাকে আটক করা হয়।আটককৃত রিয়াদ কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও স্কাফ সিরাপ (ফেন্সিডিল জাতীয় মাদক) সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন
error: Content is protected !!