২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ কুমিল্লায় ১৯৫ জন শনাক্ত হয়েছেন। মারা গেলেন ২ জন।

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮ দশমিক ১%।

এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ০২ জন।জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন সোমবার বিকেল৫ টা ৩০ মিনিট দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১৬ আগস্ট সোমবার বিকেল থেকে ১৭ আগস্ট মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

শনাক্তদের মধ্যে ৩১জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আদর্শ সদরের ৫, সদর দক্ষিণের ৯, বুড়িচংয়ের ৩, চান্দিনায় ৪, চৌদ্দগ্রামের ৩৩, দেবিদ্বারের ৭, দাউদকান্দির ১,লাকসামের১১, লালমাইয়ের ৫,বরুড়ার ১৭,মেঘনায় ১৫, হোমনায় ১৫, তিতাসের ৮, মুরাদনগরের ১৯, নাঙ্গলকোটরে ৩, ব্রাক্ষণপাড়া উপজেলার ৮ জন।

যারা মারা গেছেন তাদের মধ্যে চৌদ্দগ্রামের, মুরাদনগরের একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে দুইজন পুরুষ।

জেলায় এখন পর্যন্ত ৩৬ হাজার ৫৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৭১জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৮৮জন। এনিয়ে মোট সুস্থ হলেন ২৫ হাজার ৫৭৩ হয়েছে।

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। পাশাপাশি শতভাগ টিকা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে এখন প্রয়োজন সমন্বিত প্রয়াস।

আরো দেখুন
error: Content is protected !!