[gtranslate]
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরের কচুয়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

নিউজ ডেস্ক।।
চাঁদপুরের কচুয়ায় মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে কচুয়া-গৌরিপুর সড়কের বায়েক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম (২৮) নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার হোসাইন নগর গ্রামের আবুল হাশেমের ছেলে। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন।

পুলিশ জানায়, কচুয়া থেকে মোটরসাইকেলটি ঢাকা মেট্রো (ল-৩৬২৪৬১) ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২৭২৬৪) ঢাকা থেকে কচুয়া আসার পথে বায়েক মোড় এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলচালক শফিকুল ইসলাম মারা যায়।

সাতার পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।

এদিকে দুর্ঘটনা এড়াতে দ্রুত বায়েক এলাকার প্রতিটি মোড়ে স্পিডব্রেকার স্থাপনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরো দেখুন
error: Content is protected !!