ভারতে মিলল করোনার আরেকটি ধরন ‘ইটা’
অনলাইন ডেস্ক
ভারতের মিজোরামের পর এবার কর্নাটকেও মিলেছে করোনার আরেকটি ভ্যারিয়েন্ট ‘ইটা’। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) এই বিষয়টি নিশ্চিত করে কর্নাটক সরকার। তবে করোনার এই ধরন নিয়ে এখনও চিন্তার কিছু নেই বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ। খবর হিন্দ্যুস্তান টাইমস।
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, কর্নাটক রাজ্যের মেঙ্গালুরুর এক বাসিন্দার সপ্তাহ দুয়েক আগে করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর তার ‘জিনোম সিকোয়েন্সিং’ করে দেখা যায় তিনি করোনার ইটা রূপে আক্রান্ত। তবে দেশটিতে করোনার এই রূপটি নতুন নয়।
এর আগে দেশটির মিজোরামে এই রূপের সন্ধান পাওয়া গিয়েছিল। তবে সেই সংক্রমণ বেশি ছড়ায়নি। কিন্তু কয়েক দিনের ব্যবধানে কর্নাটকেও সংক্রমণের খোঁজ মেলায় চিন্তা বাড়ছে প্রশাসনের।
উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরে বিশ্বে প্রথম ইটা সংক্রমণের খবর দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এর উৎপত্তি সম্পর্কে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করা হয়নি।