আন্তঃজেলা বাসও সোমবার থেকে বন্ধ
✒️নিউজ ডেস্ক
দেশে করোনাভাইরাসের ঊর্ব্ধমুখী সংক্রমণ প্রতিরোধে আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। তবে আগামী সোমবার (২৮ জুন) থেকে সীমিত পরিসরে লকডাউন পালিত হবে। সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে আজ শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন শুরু হলেও সোমবার থেকেই বন্ধ হয়ে যাবে গণপরিবহন। এ ছাড়া একই দিন থেকে আন্তঃজেলা বাস চলাচলও বন্ধ থাকবে। বৈঠক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। অর্থাৎ সোমবার থেকে এক জেলার বাস অন্য জেলায় এবং জেলার ভেতরে এক উপজেলা থেকে অন্য উপজেলায় বাস বা অন্য কোনো গণপরিবহন চলাচল করতে পারবে না।
এর আগে শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এই সভা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে আজ রোববার প্রজ্ঞাপন দিয়ে সব কিছু স্পষ্ট করা হবে বলে জানা গেছে।
সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করে জানায়, বৃহস্পতিবার ঢাকায় রিকশা এবং জরুরি প্রয়োজন ছাড়া অন্য কোনো গণপরিবহন চলতে দেওয়া হবে না। এ ছাড়া দেশব্যাপী সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। তবে গণপরিবহন বন্ধ হলেও জরুরি পণ্যবাহী যানবাহন এর আওতার বাইরে থাকবে। একই সঙ্গে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এ ছাড়া গণমাধ্যমও লকডাউনের আওতামুক্ত থাকবে।
এদিকে, সোমবার থেকে লকডাউন শুরু হলেও বাজেটের কারণে সকল আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে আগামী বুধবার পর্যন্ত। তবে বৃহস্পতিবার থেকে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ হয়ে যাবে।
সূত্র জানায়, লকডাউন চলকালে শিল্প কলকারখানা এর আওতা মুক্ত থাকতে পারে। এ ছাড়া রপ্তানিমুখী কার্যক্রম সচল রাখার স্বার্থে সীমিত পরিসরে খোলা রাখা হতে পারে ব্যাংকিং সেবাও।
বৈঠক সূত্রে আরো জানা যায়, সোমবার থেকে মার্কেট, হোটেল ও রেস্তোরাঁসহ কিছু কিছু ক্ষেত্রে সীমিত পরিসরে লকডাউন শুরু হবে। এই সময়ে কিছু কিছু বিষয় খোলা থাকবে। তবে ১ জুলাই থেকে পরবর্তী এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন শুরু হবে এবং সব কিছু বন্ধ হয়ে যাবে।