৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এটিএম বুথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক।।
রাজধানীর উত্তরায় ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার সময় এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী শরিফ উল্লাহ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। ডিএনসিসির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ সময় বুথের নিরাপত্তাকর্মীরা ছিনতাইকারীকে আশপাশের লোকজনের সহায়তায় ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করা হয়। ছিনতাইকারীর নাম আব্দুস সামাদ।

ওসি বলেন, ‌‘নিহত শরিফ উল্লাহ একজন টাইলস ব্যবসায়ী। উত্তরা ১২ নম্বর সেক্টরের রোড ৬/সি-এর ২৪ নম্বর প্লটে তার জাকিয়া টাইলস গ্যালারি অ্যান্ড স্যানেটারির দোকান রয়েছে। সেখান থেকে বাসায় যাওয়ার পথে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তিনি টাকা তুলতে এটিএম বুথে ঢোকেন।

হঠাৎ এক ব্যক্তি বুথে এসে তাকে ছুরি দিয়ে আঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ব্যবসায়ী শরিফের চিৎকারে নিরাপত্তারক্ষী এগিয়ে আসে এবং ছিনতাইকারী পালিয়ে যাওয়ার সময় তাকে ধরে ফেলে। উদ্ধার করা হয় ধারালো অস্ত্র।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছেন। ছিনতাইকারী ধস্তাধস্তি এবং ছুরি দিয়ে আঘাত করলেও তার কাছ থেকে কোনও টাকা নিয়ে যেতে পারেনি। বুথে ঢুকে কী কারণে সে এ ঘটনা ঘটিয়েছে, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

আরো দেখুন
error: Content is protected !!