২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কবি: মিনহাজ সাদ্দাম’র 📖 ওহে নবীন….

📖 : ওহে নবীন….

✍️ : মিনহাজ সাদ্দাম।

ওহে নবীন_
আঁধারের পথ চিরে আলোর দুনিয়ায়
ছড়িয়ে দাও শান্তির বার্তা,

তোমার আগমনী গান_
গেয়ে উঠুক সবে…
চুরমার করো সব কলুষিত যাত্রা।

থরথর কেঁপে উঠুক অন্যায় যত
তোমার নিষ্ঠার হুংকারে…
পাপাচার ব্যভিচার দূর হোক নিমেষেই
নতুন সময়ের আহ্বানে।

জগৎ নৃত্য করুক শুদ্ধতার তান্ডবে
ভোর হোক শুরু নির্মল,
রুখে দাও সব অশরীরী ক্ষমতা
তোমার হাতেই ভাঙ্গুক শৃঙ্খল।

হে নবীন উঠে আসো সব বাঁধা ভেঙে
স্বাধীন এক সূর্যের মোহ টানে,
শীতল হয়ে থাকার নেই যে সময়
জেগে ওঠো_ শোন বাণ ডাকে।

কতো আর রবে পরে ঘরের কোণে
সয়ে সব অন্যায় অনাচার,
সময় এসেছে আজ ঘুরে দাঁড়াবার
ছিড়ে ফেলে শিকল লোহার।

হে নবীন চোখ মেলো আলোর পথে
অন্ধকারে কিসের ভয়,
বুকে রাখো সাহস শত ঝড়ের মাঝে
ভয়ের পরেই আসে জয়।

(বিঃদ্রঃ পান্ডুলিপি সংরক্ষিত)
ঝালকাঠি সদর, ঝালকাঠি
তারিখ : ০৬-০৪-২০২১ ইং

আরো দেখুন
error: Content is protected !!