২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মনে পড়ে তোমায় ‌–”জুবায়ের জুবিলী”

মনে পড়ে তোমায়
============
জুবায়ের জুবিলী 

জুবায়ের জুবিলী
                    জুবায়ের জুবিলী

তোমার সাথে কবে শেষ দেখা হয়েছিলো-

এখনো মনে আছে আমার,
জ্বাজ্জল্যমান সব চোখের সামনে,
দিন তারিখ মুখস্ত বলে দিতে পারি,
ওগো…তোমার কি মনে আছে আমায়?

কৈশোরে কি কারো প্রেম হয়?
আমাদের হয়েছিলো দুজনার,
তবে তোমার তরফ থেকেই এসেছিলো-
প্রথম আহবান… তুমি অগ্রগামী,
ওগো…তোমার কি মনে আছে আমায়?

জীবন চলে যাচ্ছে জীবনের নিয়মে,
আমি এখনো ভাবি নিয়ে বিগত সময়,
খুঁজে বেড়াই নিজেকে নিজের অন্ত:পুরে,
স্মৃতির পাতায় তোমার নামটি ভেঁসে উঠে,
ওগো…তোমার কি মনে আছে আমায়?

আজ আমি সুখী… প্রিয়তমা আছে,
তোমারও আছে প্রিয়তম একজন,
পুরো সংসারী আমরা দুজন,
জানতে ইচ্ছে করে…মনে প্রশ্ন জাগে-
ওগো…তোমার কি মনে আছে আমায়?

বিশ্বাস করো বা নাই করো,
আজো এখনো তোমায় পারিনি ভুলতে,
মনে পড়ে অহর্ণিশ…করি স্মৃতি রোমন্থন,
বড্ড মিস করি তোমায়,
ওগো…তোমার কি মনে আছে আমায়?

আরো দেখুন
error: Content is protected !!