[gtranslate]
৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কবি জুবায়ের জুবিলী’র প্রেমের কবিতা

সারাটি জীবন তোমারই থাকবো

জুবায়ের জুবিলী 
যদি তুমি আমায় ভালোবাসো…
যদি তুমি আমায় কাছে ডাকো, 
তোমার পাশে বসতে বলো একটিবার,
ধীরে ধীরে আমিও তোমাকে….

ভালোবাসতে শুরু করে দেবো,
আমার প্রেমের দরজা, 
উন্মুক্ত করে দেবো তোমার জন্য। 
যদি তুমি আমায় ভালোবাসো…

শুধু একটিবার “ভালোবাসি” বলো,
আমি বিরুলিয়ার সব গোলাপ কিনে-
সমর্পণ করবো তোমার পদতলে,
সারা পৃথিবী জুড়ে সার্কুলার করে দিবো- তুমি আমার।

যদি তুমি আমায় ভালোবাসো…
যদি তুমি আমার পানে তাকিয়ে-
একটু হাসো….

তুমি কথা কও প্রাণ খুলে,
বিশ্বাস করো আমার মতো সুখী-
এই পৃথিবীতে কেউ হবে নাকো,
কথা দিলাম আমি আমার-
সর্বস্ব উজাড় করে দিবো তোমার তরে,
সারাটিজীবন তোমারই থাকবো-
একান্ত…একনিষ্ট প্রেমিক হয়ে।
আরো দেখুন
error: Content is protected !!