২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার বুড়িচংয়ে সীমান্তে বাংলাদেশি যুবককে বিএসএফের গুলি

নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ-ভারত সীমান্তের কুমিল্লার বুড়িচং উপজেলায় বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন।

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ মে) সন্ধ্যা ৬টার দিকে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়ের জামতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।

গুলিবিদ্ধ জালাল হোসেন (৩৫) বাকশিমুল ইউনিয়নের কোঁদালিয়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। গুলিটি তাকে পেছন দিক থেকে করা হলে তাঁর কোমরের উপরিভাগে লাগে।

স্থানীয় বাকশিমুল ইউনিয়ের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আবুল কাশেম বলেন, জালাল পেশায় একজন দিনমজুর। বুধবার বিকেলে মানুষের ধানের কাজ শেষে জালাল সীমান্ত এলাকায় নিজের গরুর জন্য ঘাস কাটতে যায়।

এক পর্যায়ে সে ভুলবশত ভারতের অংশে চলে যায়। বিষয়টি বুঝতে পেরে জালাল চলে আসার সময় পেছন থেকে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে।

বুড়িচং থানার ওসি ইসমাইল হোসেন বলেন, জালাল নামের ওই দিনমজুর ঘাস কাটতে কাটতে ভারতের অংশে চলে গেলে বিএসএফ সদস্যরা তাকে গুলি করেছে বলে শুনেছি।

তবে বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি আমাদের। তারা জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজিবির শংকুচাইল বিওপির নায়েব সুবেদার মনিরুজ্জামান জানান, সীমান্ত পিলার ২০৬৫/৭ এর সংলগ্ন এলাকায় ঘটনা ঘটেছে।

তবে গুলির বিষয়টি তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না। আমরা বিষয়টি খোঁজ-খবর নিয়ে দেখছি।

আরো দেখুন
error: Content is protected !!