২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কবি-সালমা পারভীন এর কবিতা -“দ্বিতীয় জনম”

দ্বিতীয় জনম

*************
সালমা পারভীন

পরের জন্মে আমরা যখন উনিশ কিংবা বিশ,
আমরা আবার প্রেমে পড়বো,মনে থাকবে?
এ জনম তো কেটেই গেলো
দূরত্ব আর না পাওয়ায়,
পরের জন্মে শোধ দিবো
সবটুকু ভালোবাসায়।

পাওয়া না পাওয়ার হিসেবটুকু
তখন তুমি মিলিয়ে নিও,
মনে থাকবে?

আজ কিছু হই বা না হই,
পরের জন্মে নদী হবো,
হীরকচূর্ণ ভালোবাসার জোয়ার
তখন বইয়ে দিবো,
এক পৃথিবী স্বপ্ন আবীর
তোমার চোখে ছুঁইয়ে দিবো,
মনে থাকবে?

এ জনম তো বয়েই গেলে
প্রতিক্ষার জোয়ার জলে,
পরের জনম তো রইলো বাকি,
সফলতার সুখ সাধনে
পাই যদি এক নতুন জনম
স্বপ্নসুখের চাঁদোয়াতে,

আমরা দুজন ভাসবো সেথা
শুধু ই ভালোবাসার দোলে,
মনে থাকবে?

এ জনমের দূরত্বটা
পরের জন্মে ঘুচিয়ে দিবো,
চাওয়া পাওয়ার হিসেবটুকু
তখন তবে পুষিয়ে দিবো,
এক জনমে মেটেনা সাধ
ফিরে আসে নতুন করে,
অনুভুতির অপূর্ণতা
মিটিয়ে নিবো তখন তবে,
মনে থাকবে?

আরো দেখুন
error: Content is protected !!