৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় সকালে স্ত্রী, রাতে স্বামীর মৃত্যু

ফরিদপুরে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ১২ ঘণ্টার ব্যবধানে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন খন্দকার হোটেলের স্বত্বাধিকারী শহরের ঝিলটুলীর বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা খন্দকার মিজানুর রহমান হালিম (৭১) ও তার স্ত্রী মেহেরুন নেসা (৭০)। মেহেরুন নেসা সকালে ও মিজানুর রহমান রাতে মারা যান।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মেহেরুন নেসা ১০ দিন আগে ও তার স্বামী মিজানুর রহমান হালিম ছয় দিন আগে করোনায় আক্রান্ত হন। তারা দুজনই ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় রোববার (২৮ মার্চ) রাতে তাদের ঢাকায় নেয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে তারা মারা যান।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় এ রোগে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ১২৬ জন। আক্রান্ত হয়েছেন ৯ হাজারের মতো। গত এক সপ্তাহে মারা যান পাঁচজন। এখনো ১৯২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরো দেখুন
error: Content is protected !!