করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের গ্রামে গ্রামে ‘অজানা মৃত্যুর’ চিত্র
নিউজ ডেস্ক
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউতে বিপর্যস্ত ভারত। হাসপাতালে রোগীরা জায়গা পাননি। মৃতদের দাহ করার জায়গা মেলেনি শ্মশানে। করনার উপসর্গ নিয়ে মারা গেলেও মৃত্যুর আগে শত শত রোগীর কোনো চিকিৎসা তো দূরের কথা, পরীক্ষা পর্যন্ত হয়নি।
ঘরের ভেতরেই তাদের মৃত্যু হয়েছে। ফলে এসব মৃত্যু সরকারি তালিকাতেও জায়গা পায়নি। ভারতে বিশেষজ্ঞরা জোরের সঙ্গেই বলছেন, সরকার করোনা মৃত্যুর যে হিসাব দিচ্ছে তার চেয়ে অনেক বেশি মানুষ, বিশেষ করে, দেশের গ্রামাঞ্চলে মারা গেছে।বিবিসির সংবাদদাতারা তাদের অনুসন্ধানের জন্য প্রথম যে গ্রামটিতে যান তার নাম কৌশল্যা। দিল্লি থেকে ১০০ কিলোমিটারের মতো দূরের এই গ্রাম থেকে প্রচুর মৃত্যুর খবর জানা গেছে। কৌশল্যা গ্রামের সমাজকর্মী মুস্তাফিজ খান কাগজে হাতে লেখা একটি লিস্ট দেখিয়ে বলেন, সরকার যা বলছে তাদের গ্রামে মৃত্যুর সংখ্যা তার কয়েক গুণ বেশি। গ্রামের বাসিন্দা শফিক আহমেদ, যিনি পেশায় একজন আইনজীবী তিনি জানান, ঐ গ্রামের অধিকাংশ মানুষ হয় দিনমজুর, না হয় কৃষক বা কৃষি-শ্রমিক। ফলে খুব কম লোকেই শহরে গিয়ে কোনো কোভিডের পরীক্ষা করিয়েছেন। খবর বিবিসি বাংলার।