[gtranslate]
৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় মৃত্যুদণ্ড প্রাপ্ত বন্দিদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক।।
মৃত্যুদণ্ড মাথায় নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছিল বন্দিদের। একটু প্রশান্তি দিতে তাদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে কারা কর্তৃপক্ষ।

শনিবার কারাগারের মাঠে কঠোর নিরাপত্তার মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এই খেলা হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন ও জেলার আব্দুল্ল্যাহেল আল-আমিন সাংবাদিকদের জানান, মুক্ত পরিবেশে এমন একটি খেলার সুযোগ পেয়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দিরা আনন্দিত।

খেলাধুলার মাধ্যমে মানসিক প্রশান্তির সুযোগ করে দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষ তথা কারা মহাপরিদর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

খেলাটি উপভোগ করেন কারাগারের কর্মকর্তা-কর্মচারী ও বন্দিরা। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন সিনিয়র জেল সুপার হালিমা খাতুন ও জেলার আব্দুল্ল্যাহেল আল-আমিন।

আরো দেখুন
error: Content is protected !!