১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন উজ্জ্বল দে!

সৈয়দ বদরুদ্দোজা টিপু
গভীর শোক ও দু:খ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের সবার আদরের ছোট ভাই বিশিষ্ট এলপি গ্যাস ব্যবসায়ী কুমিল্লা শহরের তালপুকুরপাড় নিবাসী শ্রী উজ্জল কুমার দে করোনায় আক্রান্ত হয়ে গতকাল বিকালে আগরতলার একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছে। ইন্ডিয়ান ভেরিয়েন্ট কতোটা ভয়ংকর জলজ্যান্ত একজন সুস্থ মানুষ ৭ দিনের মধ্যে হারিয়ে গেলো এই পৃথিবী থেকে।

উল্লেখ্য যে, সে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদ এর সহ-সভাপতি ও সফল ব্যবসায়ী।

মঙ্গলবার বিকেল ৫ টায় ভারতের আগরতলার একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

তাঁর অকাল মৃত্যুতে পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগরের সভাপতি শ্রী শিব প্রসাদ রায় ও সাধারণ সম্পাদক শ্রী অচিন্ত্য দাস টিটু সহ কুমিল্লা মহানগর পরিবারের সকল সদস্য তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগরের দপ্তর সম্পাদক পিংকু চন্দ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬। ভ্রমনপ্রিয় এই মানুষটি স্ত্রী, ২ কন্যা এবং ২ বৎসর বয়সী ১ পুত্র সন্তান রেখে যান। বড় মেয়ে ৭ম শ্রেণির ছাত্রী। তিনি সেরা কর দাতার পুরস্কারও পেয়েছিলেন।

আরো দেখুন
error: Content is protected !!