[gtranslate]
২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুবিতে প্রতি আসনে লড়বে ৪০ জন

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন শেষ হয়েছে। তিন ইউনিটে মোট ১ হাজার ৪০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪১ হাজার ৩২৪ শিক্ষার্থী। আসনপ্রতি প্রতিযোগিতা করবেন ৪০ জন শিক্ষার্থী।

আবেদনের শেষ দিন রোববার (৫ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ আবেদনগুলো জমা পড়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য সচিব এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী।

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড মো. আবু তাহের বলেন, কোটা, ইউনিট এবং অন্যান্য বিষয়ে যাদের ভুল আবেদন জমা পড়েছে তাদের তা সম্পাদনার জন্য সময় দেয়া হবে। আগামীকাল (৭ ডিসেম্বর) ভর্তি পরীক্ষা কমিটির মিটিং আছে। সেখানে সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

এর আগে, ২০ নভেম্বর থেকে আবেদন শুরু হলে সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত থাকলেও কারিগরি ত্রুটির কারণে এ সময়সীমা ৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

আরো দেখুন
error: Content is protected !!