৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় দাউদকান্দিতে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, নিহত ২

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শহীদনগর এম এ জলিল হাইস্কুলের দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় আরও অন্তত ৩ জন আহত হয়েছেন। তবে হতাহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাকটি। এ সময় দুটি গড়িই সড়কের পাশে উল্টে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বলেন, ‘আমরা উদ্ধার কাজ নিয়ে ব্যস্ত আছি।

নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হতে পারিনি। কিছুক্ষণ পর বিস্তারিত জানাতে পারব।’

আরো দেখুন
error: Content is protected !!