[gtranslate]
২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় খুন-ডাকাতিসহ ২১ মামলার আসামি যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার দাউদকান্দিতে খুন-ডাকাতিসহ ২১ মামলার পলাতক আসামি আল-মামুনকে (৪২) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

আজ মঙ্গলবার উপজেলার গৌরীপুরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৮০টি ইয়াবা ও ৩০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

গ্রেপ্তার মামুন জেলার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মুকবুল মেম্বারের ছেলে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার ভোরে যৌথ বাহিনীর অভিযানে উপজেলার গৌরীপুর থেকে ১৮০টি ইয়াবা, ৩০ লিটার চোলাই মদসহ মামুনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ ২১টি মামলা রয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!